ঢাকা: রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড় বাজার এলাকায় ফুটপাতের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জুমার নামাজের পর অজ্ঞাত পরিচয় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয় সাডিডসহ কয়েকজন মুসল্লি তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখার সময় মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজেডএস/জেডএস