ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় চাকরি মেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বরগুনায় চাকরি মেলা অনুষ্ঠিত

বরগুনা: বিনা খরচে সৌদি আরবে গৃহকর্মী পাঠানোর লক্ষে কর্মী সংগ্রহের জন্য বরগুনায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় জেলার টাউন হল ময়দানে এ মেলা অনুষ্ঠিত হয়।

সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রবাসী ব্যুরোর আওতায় সৌদি আরবে বিনামূল্যে গৃহকর্মী পাঠানোর এ উদ্যেগ নেওয়া হয়।

এ লক্ষে সারাদেশ থেকে প্রথম পর্যায়ে ৫০ হাজার কর্মী নিয়োগের কার্যক্রম চলছে। এর ধারাবাহিকতায় বরগুনায় মের্সাস মিথিলা এয়ার ইন্টারন্যাশনাল এ চাকরি মেলার আয়োজন করে।

বরগুনা পৌর মেয়র মো. শাহদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় উপস্থিত ছিলেন- মিথিলা এয়ার ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মো. মাহবুব রহমান শিকদার, সৌদি ডেলিগেট আহম্মেদ মোহাম্মদ জাবের আল ওয়াইনি আ. আজিজ আল সামরী, কর্মসংস্থান ও জনশক্তি জেলা কর্মকর্তা মো. ফকরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।