ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বগুড়ার শিবগঞ্জ উপজেলার এমএইচ মহাবিদ্যালয়কে সরকারি করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ওই উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত কর‍া হয়।

এসময় উপস্থিত ছিলেন- এমএইচ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিদ্দিকুল আলম, নুরুল আলম, সরোয়ার জাহান, প্রভাষক মো. হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আজিজুল হক, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ইসরাত জাহান আঁখি প্রমুখ।

এছাড়াও, গোপালগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।