ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজন হত্যার বিচার দাবিতে র‌্যালি-আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
রাজন হত্যার বিচার দাবিতে র‌্যালি-আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় মুক্তিযোদ্ধার সন্তান রাজন হত্যার বিচারের দাবিতে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পিটিআই স্কুলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও রাজনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ২৮ আক্টোবর সন্ধ্যায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রাজনকে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।