ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নম ব্রহ্মন (২৭) ও সুব্রত ব্রহ্মন (২৫) নামে দুই শ্রমিকের মুত্যু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একরামুল হকের বাড়িতে নির্মাণ কাজ করার সময় বাড়ির ছাদে থাকা পানির ট্যাংক সরাতে যান নম। এ সময় ট্যাংকের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে বাঁচাতে গিয়ে সুব্রতও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা মেহেদী হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বিএসকে/আইএ/এসআর