রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে।
তার নাম নবির হোসেন।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ছয় নম্বর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ বাংলানিউজকে জানান, দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে নবিরের মা হিরু বানু, ভাবি রুজিনা আক্তার ও ভাই জাকারিয়া মরদেহটি সনাক্ত করেন।
জাকারিয়া বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে কাঞ্চন যাওয়ার কথা বলে একই এলাকার সুকুমারের ছেলে উত্তমের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি নবির।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে নিখোঁজ হওয়ার দুইদিন পর জাকারিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের দাবি, নবিরকে পরিকল্পিতভাবে হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরবি/আরএ
** রূপগঞ্জে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার