ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগে সদর উপজেলার মোলানী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দরিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে মোলানী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গত বুধবার ওই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে মডেল টেস্ট পরিক্ষার ফি ৫০ টাকা বাকি থাকায় অফিস সহকারী দরিরুল ইসলাম মারধর করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।
ওইদিন বিকেলেই তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। এখনো মেয়েটি চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এনটি