সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে রিভলভারের গুলিসহ আবু আহমেদ পারভেজ নামে নভোএয়ারের এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিং করার সময় নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তাকে আটক করে।
সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা পারভেজকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পারভেজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, এটি তার বৈধ অস্ত্র বললেও কোনো কাগজপত্র দেখাতে পারেনি পারভেজ।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজি/আরএ