কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন ও বাদপড়া নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণা এবং বাদপড়া ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট বর্জনের হুমকি দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন- বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ অংশের সভাপতি মইনুল হক, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম, কালু গাজি, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এনটি/আরএ