বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন পরিষদের চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে গিয়ে সন্দেহভাজন চোরের স্বজনদের হামলায় গ্রাম পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুজ্জোহা এ তথ্য জানান।
আহত পুলিশ সদস্যরা হলেন ওই ইউনিয়নের বৃন্দাবনপাড়ার আবু সাঈদ, চণ্ডিজান গ্রামের জহুরুল ইসলাম ও বোংগা গ্রামের ঈমান আলী।
তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলা চালানোর অভিযোগে শাহানা বেগম ও শম্পা খাতুন নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।
গাড়ীদহ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাতে সংঘবদ্ধ চোরের দল একটি ল্যাপটপ, দু’টি লেমিনেটর মেশিনসহ প্রায় সোয়া লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
চিকিৎসাধীন গ্রাম পুলিশ সদস্যরা বাংলানিউজকে জানান, চুরি যাওয়া এসব মালামাল গাড়ীদহ গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল হালীমের বাড়িতে রয়েছে- এমন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।
চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করে হালীম। তবে তার স্বজন আব্দুল মান্নানের নেতৃত্বে ৮-১০ জন নারী-পুরুষ গ্রাম পুলিশ সদস্যদের চারদিক থেকে ঘিরে ফেলে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
হামলার খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুজ্জোহা ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
শামছুজ্জোহা বলেন, ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকে মূলনায়ক আব্দুল হালীম ও মান্নান পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমবিএইচ/এটি