ময়মনসিংহ: গত ৪ জুন অনুষ্ঠিত গফরগাঁও উপজেলায় স্থগিত হওয়া দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ ফের আগামী সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্বার্থ শঙ্কর কণ্ডু বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি আরও জানান, স্থগিত হওয়া গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ দুটি কেন্দ্রের ভোটগ্রহণ পুনরায় সোমবার অনুষ্ঠিত হবে।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়া পর্যাপ্ত র্যাব, বিজিবি ও পুলিশ ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ওএইচ/টিআই