ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অধ্যক্ষের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
কুমিল্লায় অধ্যক্ষের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের বাড়ি থেকে খালেদা আক্তার (১৭) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর আদালত সড়কে বায়তুল নাহার নামে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত খালেদা আক্তার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের দিনমজুর আবুল হাসেমের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, রহমত উল্লাহর বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতো খালেদা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানানো হয়। কিন্তু স্থানীয়রা তার মৃত্যুকে রহস্যজনক দাবি করছেন।

এ বিষয়ে কথা বলতে অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বাংলানিউজকে জানান, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

এছাড়া ধর্ষণের আলামত আছে কি-না তা পরীক্ষাসহ ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।