ঢাকা: রাজধানীর কদমতলীতে ভবন থেকে কাচের টুকরা পড়ে বিল্লাল হোসেন (৭) ও শামিম হোসেন (৫) নামে শিশু আহত হয়েছেন। আহত দু’জন চাচাতো ভাই।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিল্লালের বাবা দাদন মিয়া বাংলানিউজকে জানান, দুপুর ১টার দিকে কদমতলীর জুরাইন এলাকায় বাসার সামনে দু’জনে খেলছিলো। আকস্মিকভাবে পাশের একটি দোতালা ভবন থেকে দু’জনের মাথার ওপরে কাচের টুকরো পড়ে। এতে মাথার অনেক অংশ কেটে গিয়ে গুরুতর আহত হয় দুই ভাই।
পরে ওই দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজেডএস/ওএইচ/টিআই