ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি ও খাগড়াছড়িতে ৩০ অক্টোবর সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
রাঙামাটি ও খাগড়াছড়িতে ৩০ অক্টোবর সড়ক অবরোধ

রাঙামাটি: পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ ও ৩০ অক্টোবর (রোববার) রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক পথ অবরোধের ডাক দিয়েছে পাঁচ বাঙালি সংগঠন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সংগঠনের মুখপাত্র আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংগঠনগুলো হলো-পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

এর আগে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে চলতি মাসের ১৯ অক্টোবর রাঙামাটি ও বান্দরবান এবং ২০ অক্টোবর খাগড়াছড়িতে হরতাল পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।