ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে চাল কম দেওয়ায় ডিলারশিপ বাতিল

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বদরগঞ্জে চাল কম দেওয়ায় ডিলারশিপ বাতিল

রংপুর: বদরগঞ্জে ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ায় মিজানুর রহমান নামে এক ডিলারের ডিলারশিপ বাতিল করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।

 

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর মিলে মিজানুর রহমানের কেন্দ্র পরিদর্শনের সময় ওজনে চাল কম দেওয়া অবস্থায় তাকে হাতেনাতে ধরে ডিলারশিপ বাতিল করে খ‍াদ্য নিয়ন্ত্রক।

এসময় এলাকার দুস্থ ও গরিব মানুষ ডিলার মিজানুর রহমানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে।

বদরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মকবুল হোসেন বাংলানিউজকে জানান, ওজনে চাল কম দেওয়া অবস্থায় মিজানুরকে ধরে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।