গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক বজ্রপাতে সোহেল মুন্সী নামে (২৮) এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া কিশোর দাস (৯) নামে এক শিশু আহত হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সোহেল উপজেলার গোয়াল গ্রামের সাদেক মুন্সীর ছেলে।
এলাকাবাসী জানান, বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে মারাত্মক আহত হন সোহেল। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কিছুক্ষণ পর মারা যান তিনি।
অন্যদিকে, বজ্রপাতে আহত হয় উপজেলার কুমারদিয়া গ্রামের শিশু কুমার দাস। বর্তমানে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বিএসকে/পিসি