ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে আলী মরিয়ম স্মৃতি বৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
নোয়াখালীতে আলী মরিয়ম স্মৃতি বৃত্তি প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র ৬৪ শিক্ষার্থীকে আলী মরিয়র স্মৃতি বৃত্তির নগদ টাকা ও সনদ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ স্মৃতি বৃত্তি দেওয়া হয়।



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আলী-মরিয়ম স্মৃতি বৃত্তি কমিটির সভাপতি ডা. মো. মোস্তফা।

সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান বাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও সাবেক সভাপতি শিক্ষক সমিতি অধ্যাপক শরিফ উল্যাহ ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দীন, বাংলাদেশ স্টাডি ফোরাম কেন্দ্রীয় কমিটির লেখক ও গবেষক এ,এস,এম ইউনুছ, বিশিষ্ট সমাজ সেবক মজিবুল হক প্রমুখ।

গত ১১ বছর ধরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও সেনবাগের আংশিক বিদ্যালয় ও মাদ্রাসায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আলী-মরিয়ম স্মৃতি বৃত্তি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।