ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তালা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
তালা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আনন্দ মোহন ব্যানার্জি ও সাধারণ সম্পাদক পদে মুকুন্দ কুমার রায় নির্বাচিত হয়েছেন।

 

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে উপজেলার ৬৯৬ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন ভোট দেন।  

সভাপতি পদে দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার ২০৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে খলিল নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুন্দ কুমার রায় ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।