ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সুষম উন্নয়নের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
সুষম উন্নয়নের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: নদী বন্দর, পর্যটন মোটেল ও ইকোনমিক জোন স্থাপনসহ সিরাজগঞ্জের সার্বিক ও সুষম উন্নয়নে নয়টি প্রকল্প বাস্তবায়নের দাবিতে যমুনা নদীর পাড়ে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের চার কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, যমুনা নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কারণে শহরের ভাঙন রোধ হয়েছে। এ অবস্থায় সিরাজগঞ্জে সব উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব। এ জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নদী বন্দর স্থাপন, শহর রক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় পর্যটন মোটেল, সিরাজগঞ্জ শহর থেকে মনসুর আলী স্টেশন পর্যন্ত বাইপাস রেল সড়ক নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ স্থাপন, প্রস্তাবিত শিল্পপার্ক ও ইকোনমিক জোন স্থাপনের দাবি জানানো হয়।

এসব প্রকল্পের অধিকাংশই ছিলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প। এসব প্রকল্পগুলো বাস্তবায়ন এখন সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজা, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, আবু বকর ভূঁইয়া, নব কুমার কর্মকার, আব্দুল হাই তালুকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, জাসাস সভাপতি আসলাম পারভেজ, ইয়ং স্টার ক্লাবের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঝন্টু, সাবেক সভাপতি আশরাফুল বারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সততা সঞ্চয় সমিতির সভাপতি জহুরুল হক মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম হাসেম, আওয়ামী লীগ নেতা পিয়ার চৌধুরী, জুয়েলারি মালিক সমিতির সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ‍অক্টোবর ২৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।