নারায়ণগঞ্জ: প্রয়াত নৌ শ্রমিক নেতা আইনুল হোসেন উত্তমের পরিবারকে এক লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের ৫ নম্বর ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে আইনুল হোসেন উত্তমের স্মরণে আয়োজিত এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রয়াত উত্তমের সহধর্মিনীর হাতে জাতীয় শ্রমিকলীগ ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ অনুদানের একলাখ টাকা তুলে দেন।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১২ সেপ্টেম্বর (সোমবার) ভোর ৫টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান আইনুল হোসেন উত্তম। তিনি বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জিপি/এএ