ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বাঘাইছড়িতে শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০১৩-২০১৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা সংসদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিন্টু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বৃষকেতু বলেন, সমাজের সব স্তরের জনগণকে শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষিত জাতি দেশের সম্পদ। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষিত জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  

তিনি আরও বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, বিদ্যালয় নির্মাণ, সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছে। তাই সরকার প্রদত্ত সুযোগগুলোকে কাজে লাগিয়ে শিক্ষিত জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।