বগুড়া: বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে সংস্থার মিলনায়তনে ১৪৩৭ হিজরি বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সংস্থার তৃতীয় সহ-সভাপতি মো. আব্দুল মালিকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) ও বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সভাপতি মো. আশরাফ উদ্দিন। কার্যবিবরণী পাঠ করেন সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম (মুক্তা)।
সম্পাদক আব্দুল খালেক সংস্থার বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তারেবুল ইসলাম, কার্যনির্বাহী খলিলুর রহমান, সৈয়দ ফজলে রাব্বী ডলার, গোলাম আজম টিকল, আরেফ বিল্লাহ বিলু, কাজী আবুবকর সিদ্দিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমবিএইচ/জিপি/জেডএস