বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় শরীফ আজাদ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দড়িচর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শরীফ আজাদ দড়িচর লক্ষ্মীপুর এলাকার সোমেত শরীফের ছেলে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় আজাদ শরীফকে কুপিয়ে জখম করেন তার প্রতিবেশী শাওন শরীফ। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এরপর শাওন পলাতক থাকায় তার বাবা সত্তার শরীফ ও মা মাসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমএস/বিএসকে/পিসি