লালমনিরহাট: হাইকোর্টের ঘোষণায় স্থগিত করা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা বাজার এলাকায় এ অবরোধ করেন তারা।
খবর পেয়ে ঘণ্টাখানেক পর পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে কথা বলে সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
অবরোধকারীরা জানান, সীমানা পুনঃনির্ধারণের দাবিতে করা রিটে হাইকোর্ট বাউরা ইউনিয়ন পরিষদের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে এ আদেশ মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশনের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দিয়েছেন।
কিন্তু নির্বাচন কমিশন এ নিয়ে কোন মন্তব্য না করায় বিক্ষুব্ধ এলাকাবাসী পূর্ব ঘোষিত ৩১ অক্টোবরেই বাউরা ইউপি নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ করে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বাংলানিউজকে বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরএ