ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশনের আউটারে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জগামী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের এক লাইনে (ডাউন) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আজমপুর রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জের ভৈরব থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া বাল্লা লোকাল ট্রেনটি আজমপুর স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের এক লাইনে (ডাউন) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, স্থানীয় রেলওয়ের মেরামতকারী দল ইতোমধ্যে ইঞ্জিন সরানোর কাজ শুরু করেছেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরএ