ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সংস্কৃতি মন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে: সংস্কৃতি মন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: আমাদের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। কেবল তাহলেই তারা দেশীয় সংস্কৃতিকে মনে-প্রাণে ভালোবাসবে, পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবে।

 

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে অংশ নিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।

 

শিক্ষাবিদ দীনেশ চন্দ্র সেনের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।

জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আরাস্ত‍া খান, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য ড. পবিত্র সরকার, জেলা পরিষদ প্রশাসক গোলাম মহীউদ্দীন, সংগঠনের সভাপতি মো. আজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন শিল্প রথ’র শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বিএসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।