ঢাকা: ঘূর্ণিঝড় ‘কায়েন্ত’ ভারতের অন্ধ্র উপকূলের দিকে সরে গেলেও কালী পূজায় তা কাঁটা হয়ে থাকছে। অস্বস্তি কিছুটা রয়েই গেল।
একই আবহাওয়া ছিল গেল দুর্গা পূজার সময়ও। বৃষ্টি মাথায় নিয়ে ভক্তবৃন্দকে প্রতিমা দর্শন করতে হয়েছিল। যা এবার কালীপূজায় দেখা যাচ্ছে।
কেননা হালকা বৃষ্টি সরছে না৷ নিম্ন চাপের জেরে বুধবার রাত থেকে শুরু হয় থেমে থেমে বৃষ্টি। শুক্রবারও সকাল থেকেই আকাশ ছিল মেঘলা৷ দুপুরে কয়েক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়৷ শনিবার, কালীপূজার দিনও আকাশ মেঘলা থাকবে৷ হতে পারে বৃষ্টিও৷
শুক্রবার (২৮ অক্টোবর) আবহাওয়া অফিস জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে শুক্রবার সকাল ৬টায় অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসএস/আরআই