ঢাকা নর্থ ব্যুরো: ঢাকার অদূরে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের চাপিল-দেপাশাই এলাকায় বংশী নদীর ওপর নির্মিত সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৭২.০৬ মিটার দৈর্ঘে্যর এ সেতুটি নির্মিত হয় ।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক এমপি প্রধান অতিথি হিসেবে থেকে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন ।
সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাহার আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহসহ আরও অনেকে।
এদিকে চাপিল-দেপাশাই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে খুশির জোয়ার বয়ে যায় । সেতুটি উন্মুক্ত হওয়ায় ধামরাইয়ের কয়েকটি ইউনিয়নের মধ্যে যোগাযোগের পথ সুগম হয়েছে ।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরআই/