ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
চান্দিনায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় আবু হালিম (৩৬) নামে এক সিএনজি অটোরিক্সা চালক মারা গেছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় এ ঘটনার পর রাত ৮টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


 
নিহত আবু হানিফ কুমিল্লার দেবিদ্বার উপজেলার আশরা উত্তরপাড়া গ্রামের ছিদ্দিকুর রহমান এর ছেলে।

 

নিহতের মামাতো ভাই রুবেল জানান, হালিম কয়েক বছর ধরে চান্দিনা থানা পুলিশের বিভিন্ন ডিউটিতে ভাড়ায় অটোরিকশা চালাতো। শুক্রবার বিকেল ৩টায় নিজ বাড়িতে যাওয়ার পথে ঢাকাগামী এশিয়া লাইনের একটি বাস তার অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।