ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে এক অজ্ঞাত তরুণীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে স্থানীয় রামগোপালপুর ইউনিয়নের বলেশ্বর বিলের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উদ্ধার হওয়া মরদেহটি ক্ষত-বিক্ষত ও পোড়ানো। তরুণীর দুই হাতও কাটা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধর্ষণের পর তরুণীকে গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই জাহাঙ্গীর।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমএএএম/জিপি/এসএনএস