ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ইস্তেকাপুর গ্রামে মহল মুনশী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার সঙ্গে থাকা মোসলেমকেও কুপিয়ে আহত করেছে তারা।
মহল ওই গ্রামের হাফিজ মুনশীর ছেলে।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনা হলে দিনগত রাত সাড়ে ১২টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসএনএস