ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোহেল রানা (৩৫) নামে এক ওষুধ বিক্রেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ এ আদেশ দেন।
সারওয়ার মোর্শেদ বাংলানিউজকে জানান, বথপালিগাঁ গ্রামের আহসান আলীর ছেলে সোহেল রানা সার্টিফিকেট ছাড়াই নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে পৌর শহরের কলেজ বাজারে ওষুধের দোকান খুলে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসএনএস