কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের ২ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার কুমারগাড়া এলাকার শহিদ শেখের ছেলে জয়নাল আবেদীন (৩২) ও দৌলতপুর উপজেলার শেনপাড়া এলাকার আশাদুল হক (৪০)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, মিরপুর-ভেড়ামারা জিকে ক্যানাল সড়কের গোবিন্দগুনিয়া এলাকায় একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে যানবাহনে ডাকাতি করছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল ওই এলাকায় পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটে।
পরে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশের এলাকায় তল্লাশি চালালে রাস্তার ধারে গুলিবিদ্ধ দুই ডাকাত সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত দুই ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া বন্দুকযুদ্ধে তিনিসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬/আপডেটেড ১২০২ ঘণ্টা
এসএনএস/বিএসকে/এসএইচ