কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে কলা বোঝাই করিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরে বিজিবি সেক্টরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ইসলাম চুয়াডাঙ্গার দামুরহুদার বোয়ালমারী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমআইএইচ/আরএইচএস