বরগুনা: বরগুনার বেতাগীর বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১৮ হাজার ২শ’ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এম মাহমুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম বদরুজ্জামান, জাতীয় মৎসজীবী সমিতির উপজেলা সভাপতি আব্দুর রবের উপস্থিতিতে জব্দকৃত জাল জনসাধারণের সামনে পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজি/পিসি