ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসা শেষে দেশে ফিরলেন পর্যটনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
চিকিৎসা শেষে দেশে ফিরলেন পর্যটনমন্ত্রী

ঢাকা: ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এসময় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা এবং বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

মেনন ভারতের ব্যাঙ্গালুরুতে চিকিৎসক ডা. দেবী শেঠির তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তিনি এখন ভালো আছেন বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তুহিন।

পর্যটনমন্ত্রী তার আরোগ্য কামনায় দোয়া করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।