ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে জলি খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় উপেজলার স্বাস্থ্যকমপ্লেক্স রোডের খাদ্য গুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জলি খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বিলচতল গ্রামের আব্দুস ছালামের স্ত্রী।
নিহতের স্বামী আব্দুস ছালাম বাংলানিউজকে জানান, বিকেলে সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রাম থেকে জলি তার আত্মীয়ের মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। তারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রোডের খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে জলি মোটরসাইকেল থেকে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ মঞ্জুর বাংলানিউজকে জানান, জলির অবস্থার অবনতি হওয়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনটি/পিসি