ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. সাইফ আল সিমন (১৩) তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে (২৯ অক্টোবর) দুপুরে আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিমন সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত মো. আরিফুল হক দানার ছেলে। সে আখাউড়ার দরুইন গ্রামে তার নানার বাড়ি থেকে পড়াশোনা করে।
নিখোঁজ সিমনের ফুফু মোক্তাজিনা আক্তার বাংলানিউজকে জানান, সিমন বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজি/পিসি