সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ১১৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের টুপামারী ইউনিয়নের দোগাছী পলাশপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পরে দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন- জেলার টুপামারী ইউনিয়নের দোগাছি পলাশপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে সুমন ইসলাম (২৮) ও সৈয়দপুর উপজেলার লক্ষ্মণপাড়া গ্রামের সুরেশ রায়ে ছেলে বিপ¬ব কুমার রায় (২৭)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, সকালে টুপামারী ইউনিয়নের দোগাছী পলাশপাড়া গ্রামে সুমনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১১৭ পিস ইয়াবাসহ সুমন ও বিপ্লবকে আটক করা হয়। তারা দু’জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজি/পিসি