ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শুরু হচ্ছে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
শুরু হচ্ছে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর ‘এডেক্স-২০১৬’ শীর্ষক একদিনের আকাশ প্রতিরক্ষা অনুশীলন শুরু হচ্ছে রোববার (৩০ অক্টোবর)।

ওইদিন ঢাকা, চট্টগাম, যশোর, টাঙ্গাইল ও বগুড়ায় একযোগে এ অনুশীলন শুরু হবে বলে শনিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা মূল্যায়ন এবং দুর্বলতা চিহ্নিত করে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এ অনুশীলন।

মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন কৌশল, বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার মিশন অনুশীলন করবেন।

অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর সব ধরনের জঙ্গি বিমান, র‌্যাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।