ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দীনেশ চন্দ্রের জন্মবার্ষিকীর সাংস্কৃতিক সম্মেলন সমাপ্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
দীনেশ চন্দ্রের জন্মবার্ষিকীর সাংস্কৃতিক সম্মেলন সমাপ্ত ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব ড. দীনেশ চন্দ্র সেনের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শেষ হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

মানিকগঞ্জের স্থানীয় বিজয় মেলা মাঠে সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন, গড়পাড়া এমামবাড়ির পীর শাহ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।