জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের ১০ টাকা কেজি প্রকল্পের প্রায় ৬০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।
খোলা বাজারে বিক্রির উদ্দেশে নেওয়ার সময় শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে থেকে এসব চাল উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় উপজেলার বাট্টাবাজার এলাকা থেকে অসাধু চক্র চালগুলো কিনে খোলা বাজারে বিক্রির উদ্দেশে ভ্যানে করে বকশীগঞ্জ নিয়ে যাচ্ছিল। পথে উপজেলা পরিষদের সামনে এলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা চাল আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে চালের সঙ্গে থাকা লোকজন সুযোগ বুঝে সটকে পড়ে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে চালগুলো ১০ টাকা কেজি প্রকল্পের বলে সনাক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরবি/এসআর