বগুড়া: বগুড়া পৌরসভার আয়োজনে ও কমপ্যাক্ট টাউনশিপ ফাউন্ডেশনের সহায়তায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের একটি অভিজাত হোটেল এ সংলাপের আয়োজন করা হয়।
বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন কমপ্যাক্ট টাউনশিপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. আবুল হোসেন, গ্রুপ সদস্য একরাম হোসেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (কৃষি বিজ্ঞান) ড. এ কে এম জাকারিয়া, ডেপুটি ডিরেক্টরে দেলোয়ার হোসেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি বজলুল করিম বাহার, পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ খোন্দকার গোলাম মোস্তফা, পরিবেশ অধিদফতরের কর্মকর্তা মেসবাউল আলম, প্রত্নতত্ত্ব অধিদফতরের কর্মকর্তা মুরাদ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. একেএম নুরুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, বাসদ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, ওয়ার্ল্ড ভিশনের ইভান্স গোমেজ, শাহজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার প্রমুখ।
বক্তরা বলেন, ‘ক্ষুদ্র ভূখণ্ডের দেশে আজ বিপুল জনসংখ্যা। ক্রমবর্ধমান মানুষের আবাসনসহ নানা প্রয়োজন মেটাতে প্রতি বছর প্রায় এক শতাংশ হারে আবাদী জমি কমছে। জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি জমি হ্রাসের বর্তমান হার অব্যাহত থাকলে আগামী অর্ধ শতাব্দীর মধ্যে আমাদের প্রিয় উর্বর-শ্যামল মাতৃভূমি ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য হারিয়ে কৃষিজমি শূন্য কষ্টকল্পিত এক বস্তির দেশে পরিণত হবে। দেশের খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে’।
এ পটভূমিতে কমপ্যাক্ট টাউনশিপ ফাউন্ডেশন বগুড়ায় কৃষিজমি রক্ষা, পরিকল্পিত আবাসন, গতিময় অর্থনীতি ও বিকশিত জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমবিএইচ/জিপি/এএসআর