ফেনী: ফেনীতে গাঁজাসহ সেলিম (৪০) ও ছালেহ আহাম্মদ ছলু (৫২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ অক্টোবর ) বিকেলে শহরের শান্তি কোম্পানি রোডের নূর নবীর ফল দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বিকেলে শান্তি কোম্পানি রোডে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দেড় কেজি গাঁজাসহ সেলিম ও ছলুকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজি/পিসি