ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শিশু আইন বিষয়ক আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
বগুড়ায় শিশু আইন বিষয়ক আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় ‘শিশু আইন ২০১৩ ও কয়েকটি গুরুতর সামাজিক ব্যাধি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে পুলিশ লাইন্স সেমিনার কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ ও সমাজসেবা অধিদপতর ঢাকার সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলারপুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইজিপি ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি এম সহীদুল ইসলাম চৌধুরী।
 
সভায় তিনি বলেন, ১৮ বছরের নিচে সবাই শিশু। মিছিল-সমাবেশে এসব শিশুদের ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, একলাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত পারেন। তাই এসব বিষয়ে আমাদের সাবধান হতে হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, সাবেক আইজিপি মো. আব্দুর রউফ পিপিএম, সাবেক এআইজিপি আব্দুল জোব্বার তালুকদার, জেলা সমাজসেবা অধিদপতরের উপ-পরিচালক সহীদুল ইসলাম খাঁন, সাবেক এসপি জহুরুল ইসলাম, সাবেক এসপি মো.ফারুক আহম্মেদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।