ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট ডিগ্রি কলেজের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজে পুলিশ মোতায়েন করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কলেজের সহকারী অধ্যক্ষ পদে নিয়োগ ও গভর্নিং বডির সভাপতি, বিদ্যোৎসাহী সদস্য নিয়ে বিরোধ চলে আসছে।
তিনি জানান, শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শামসুদ্দীন ইলিয়াস স্বাক্ষরিত এক পত্রে বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমানকে সভাপতি ও শফিকুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য করার কথা জানানো হয়।
এ খবরে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন।
এদিকে, এ খবরে স্থানীয় একটি মহল ক্ষুব্ধ হয়ে ওঠে। এতে কলেজ ক্ষয়ক্ষতি রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআর