বগুড়া: আসছে সোমবার (৩১ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মশিউল আলম রিপন।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে গাবতলী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মশিউল আলম অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকরা তার নির্বাচনী পোস্টার ও প্যানা ছিঁড়ে ফেলছেন। এমনকি বিভিন্ন হুমকি-ধমকিও দিচ্ছেন তারা।
‘আমি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। তাই এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি। ’
ওই স্বতন্ত্র প্রার্থী জানান, স্থানীয় শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, তেলিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তাই সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত করার জরুরি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ওই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমবিএইচ/এমএ