ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
নারায়ণগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আনন্দ পরিবহনের একটি বাসের চাপায় দোলন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা পুরাতন সড়কের ডাক বাংলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দোলনা চাষাঢ়া রেলস্টেশন এলাকার মো. জনির মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, দুপুর ১২টার দিকে ওই এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলো দোলন। এ সময় তাকে আনন্দ পরিবহনের ওই বাসটি চাপা দেয়।

এ ঘটনায় ঘাতক বাসের চালক পিন্টু ওরফে ডালিমকে আটক করা হয়েছে। তিনি ফতুল্লা থানার লালপুরের আনোয়ার হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।