ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

করিমপুরে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
করিমপুরে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলায় দ্রুতগামী ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মো. নাজমুল আলম সাব্বির (২৫) মারা গেছেন। এসময় আরেক আরোহী আহত হন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার করিমপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঢাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ছাত্র সাব্বির ফরিদপুরের ঝিলটুলি এলাকার এ্যাড. নুরুল আলমের ছেলে।

এ প্রসঙ্গে কানাইপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন জানান, একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। আহত আরেক আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।