বরগুনা: বরগুনার পাথরঘাটায় ১৫ পিস ইয়াবাসহ তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নতুন বাজার ব্রিজের উত্তরপাড় বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পাথরঘাটা পৌরসভার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শাকিল, আবু ছালেহ কাজীর ছেলে মামুন কাজী ও কালমেঘা ইউনিয়নের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে ফিরোজ ওরফে কালা ফিরোজ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ওই তিন ব্যক্তি মাদক সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে নতুন বাজার ব্রিজের উত্তরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরবি/পিসি